বাংলাদেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা অনেক বেশী

বাংলাদেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা অনেক বেশী

আমাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা অনেক বেশী। তানাহলে যেসব ছেলেমেয়েরা বাবা মাকে রাস্তাঘাটে ফেলে যায়, উনাদের কি হবে? রাস্তায় ভিক্ষাবৃত্তি ছাড়া তাঁদের যে কিছুই করার থাকবে না। তাঁদের জন্যই প্রয়োজন আছে বৃদ্ধাশ্রমের।

এছাড়া যদি কোন বৃদ্ধবৃদ্ধা স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে থাকতে আগ্রহী হন, প্রবাসে যা অতি স্বাভাবিক ঘটনা, সেক্ষেত্রে তাঁদের জন্যও বৃদ্ধাশ্রমের প্রয়োজন আছে। এক্ষেত্রে মূল পার্থক্যটা হচ্ছে, এখানে বৃদ্ধবৃদ্ধা স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে আসতে আগ্রহী, আর অন্যটায় ছেলেমেয়েরা ধোঁকা দিয়ে তাঁদের ফেলে দিয়ে আসে।

এমন পরিস্থিতির স্বীকার এখন আমাদের দেশের অসহায়, আশ্রয়হীন, দরিদ্র, পরিবার বঞ্চিত বয়স্ক মায়েরা। আপন ভুবন এই বৃদ্ধা ও কিছুটা মানসিক ভারসাম্যহীন অসহায় মায়েদের বিনামূল্যে থাকা-খাওয়াসহ সুচিকিৎসার সেবা দিয়ে যাচ্ছে।

অসহায়, আশ্রয়হীন মায়েদের জন্য আমাদের প্রচেষ্টা, রাব্বুল আলামিন আমাদের কবুল করুন।

www.AponBhubon.com