How Can You Help

“A life not lived for others is not a life.”

আমরা বেশ কয়েকজন সমমনা একসাথে মিলে ২০১৬ সাল থেকে বিভিন্ন বস্তিতে গিয়ে গিয়ে চিকিৎসাসেবা এবং ঔষধ বিতরণ করতাম। সেই সাথে নিয়ে যেতাম অভুক্তদের জন্য খাবার। আশ্চর্যজনকভাবে উপলব্ধি করলাম যে এভাবে আসলে পরিপূর্ণভাবে কাউকেই সঠিক উপকার করা হচ্ছেনা। তাছাড়াও তাদেরকে একবেলা খাওয়ালাম হয়তো, কিন্তু বাকী সমস্যাগুলো তো রয়েই গেলো। তাদের অনেকের আশ্রয় নেই, তারা থাকবে কোথায়? ঘুমাবে কোথায়? আর চিকিৎসা?

আমরা যদি সত্যিকার অর্থে কোন মানুষের পরিপূর্ণ উপকারেই না আসতে পারলাম, তাহলে এইটুকু করে কতটুকুইবা প্রশান্তি মেলে! এরই মধ্যে আমাদের দলে যোগ দিয়েছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারী অবসরপ্রাপ্ত কর্মকর্তা, অধ্যাপকসহ আরো অনেকেই।

আমরা সবাই মিলে ছোট্ট পরিসরে শুরু করলাম “আপন ভুবন বৃদ্ধাশ্রম” প্রতিষ্ঠানটি। এখানে বয়স্ক মা দের বিনামূল্যে থাকা-খাওয়া’র ব্যবস্থা করা হল। সেই সাথে সীমিত আকারে চিকিৎসা সেবা প্রদানের সুবিধাও রাখা হল। তিনবেলা খাবার, দুই বেলা হাল্কা স্ন্যাক্স, ঘুমানোর জন্য আরামদায়ক বিছানা। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সব কিছু বন্দবস্ত করা হয়েছে। বয়স্ক বৃদ্ধাদের নাজুক শারীরিক অবস্থা বিবেচনায় নিয়মিত ফিজিওথেরাপির ব্যবস্থা রাখা হয়েছে। একজন সন্তান তার বাবা-মাকে যেভাবে আগলে রাখেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি আপনজনের মত তাঁদেরকে আগলে রাখতে। তাঁদের মলিন মুখ দেখা আমাদের জন্য কষ্টকর।

আপনার দেওয়া যাকাত সাদকার অর্থে সন্তানহীন, পরিবারহীন এবং আশ্রয়হীন রাস্তায় পড়ে থাকা বৃদ্ধা মায়েদের নিরাপদ আশ্রয়, সাড়া বছরের খাওয়া-দাওয়া এবং চিকিৎসা নিশ্চিত হতে পারে। তারা দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য দোয়া করছেন।

"আপন ভুবন বৃদ্ধাশ্রম" পরিদর্শনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

রাস্তায় কোন মা পড়ে থাকবেনা, খাবেনা ডাস্টবিনের খাবার, মারা যাবেনা বিনা চিকিৎসায়, এটাই আমাদের অঙ্গীকার।

পাশে থাকুন সব সময়।

Latest Blog & Media

HELP

আপন ভুবনের এই কার্যক্রমে সহায়তা করে সঙ্গী হতে পারেন আপনিও।

READ MORE