বিবি আছিয়ার জীবন

বিবি আছিয়ার জীবন

৬০ বছরের বৃদ্ধা, কিছুটা মানসিকভাবে অপ্রকৃতস্থ বিবি আছিয়া নামের অসহায় আশ্রয়হীন এক মাকে কাওরান বাজার থেকে আপন ভুবনে নিয়ে আসেন আপন ভুবনের এক সদস্য। বিবি আছিয়া তিন বছর বয়সে মা হারা হন, বাবাকে হারান ৬ বছর বয়সে। শিশুকালটা কাটে এখানে সেখানে থেকে, কখনো খেয়ে কখনো না খেয়ে। বিয়ে হয় কিশোরী বয়সে। কিন্তু বিধিবাম, সংসারটা বেশীদিন টেকেনি, স্বামী তাকে ত্যাগ করে চলে যান। তারপর থেকে আছিয়া মার জীবন কাটে রাস্তায় ঘুরে ঘুরে, মানুষের কাছে হাত পেতে। জীবনের সাথে যুদ্ধ করতে করতে একসময় মানসিক ভারসম্য হারান। তখন থেকে কিছুটা অপ্রকৃতস্থ হয়ে পড়েন। খুবই নাজুক শারীরিক এবং মানসিক অবস্থায় তাঁকে আমরা পাই। জগতের ওপর ততদিনে তিনি বিতৃষ্ণায় কাতর, কাউকেই আপনজন হিসাবে মানতে মেনে নিতে পারতেন না। আপন ভুবনের নিবেদিত সদস্যদের ঐকান্তিক চেষ্টায় হারানো বিশ্বাস ফিরে পেতে শুরু করেন আছিয়া বেগম। আপন ভুবনই এখন তাঁর পরিবার, এখন ভুবনের সদস্যরাই এখন তাঁর সন্তান। বিগত দিনগুলির নিদারুণ কষ্টের কথা মনে করে এখনো মাঝে মাঝে ঝরঝর করে কেঁদে দেন এই বৃদ্ধা মা আর প্রাণ ভরে দোয়া করতে থাকেন তাঁদের জন্য যাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই বৃদ্ধা বয়সে।

অসহায়, আশ্রয়হীন মায়েদের জন্য আমাদের প্রচেষ্টা, রাব্বুল আলামীন আমাদের কবুল করুক।