জাহার মায়ের জীবনের গল্প

জাহার মায়ের জীবনের গল্প

জাহার বেগম নামে ৬০ বছরের এক অসহায়, দরিদ্র, পরিবার বঞ্চিত মা কে আপন ভুবনের এক সদস্য, ২৬ শে ফেব্রুয়ারী ২০২২ রাত তিনটার সময় নিয়ে আসেন। তেতাল্লিশ বছর আগে জাহার বেগমের সাথে এক রিক্সা চালকের বিয়ে হয়। নতুন সংসার আনন্দেই কাটছিল। দুই সন্তানের জননী হন তিনি। কিন্তু ১০ বছর আগে মার জীবনে হঠাৎ করে অমানিশা নেমে আসে। তাঁর স্বামীর শরীর আজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে প্যারালাইজড হয়ে যায়। দুমুঠো ভাতের ব্যবস্থা করতে জাহার বেগম রাস্তায় রাস্তায় কাগজ কুড়িয়ে তা বিক্রি করা শুরু করেন। কখনো আধবেলা কখনো অভুক্ত থেকে দিনগুলি পার হতে থাকে। এক সময় বড় ছেলে বিয়ে করে নতুন বউ ঘরে তুলে আনে। অভাবের সংসারে টানাটনি, অশান্তি নিত্য দিনের বিষয়। সন্তানের মুখের দিকে তাকিয়ে মাকে স্বামী-সন্তান, সংসার ছেড়ে আশ্রয় নিতে হয় রাস্তায়। বয়সের ভারে ন্যুহ্য হয়ে পড়া শরীর নিয়েই রাস্তায় রাস্তায় ঘুরে কাগজ কুড়িয়ে তা বিক্রী করে কোনরকমে নিজের পেট চলতো। এমন অবস্থায় খিলগায়ের ব্রীজের নীচে আপন ভুবনের এক সদস্যের চোখে পড়েন তিনি, মাকে নিয়ে আসা হয় আপন ভুবনে। আপন ভুবনের প্রায় সব মায়েদেরই জীবন কাহিনী এমন কোন না কোন দুঃখে জর্জরিত। আপনাদের কাছে সবিনয় নিবেদন আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা অসহায়, দরিদ্র, পরিবার বঞ্চিত মায়েদের আমাদের কাছে পৌঁছে দিয়ে তাঁদের আপন ভুবনে বিনামূল্যে থাকা-খাওয়াসহ সুচিকিৎসার সেবা পাওয়ার সুযোগ করে দিন। রাব্বুল আলামীন আপন ভুবনের প্রত্যেক সদস্যকে এই অসহায় মায়েদের সেবা করার তৌফিক দান করুন।