মিলন মায়ের জীবনের কথা

মিলন মায়ের জীবনের কথা

অপলক চোখে তাকিয়ে থাকা এই বৃদ্ধার নাম মিলন বেগম। বয়স ৭০বছর। একসময় বাস করতেন নোয়াখালীর জয়পুরা গ্রামে। জীবনে অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন এই বৃদ্ধা মা। স্বামী ছিল ড্রাইভার। আয়-রোজগার ভালই ছিল। কিন্তু মিলন বেগম স্বামীর কাছে থেকে কখনোই স্ত্রীর মর্যাদা পাননি। কোন কিছুই পাননি স্বামীর কাছ থেকে, সন্তানও না। এক পর্যায়ে স্বামীর কাছ থেকে পাশবিক নির্যাতনের শিকার হন। তাকে শিকল দিয়ে আটকে রাখত ঘরের এক কোনায়। ধীরে ধীরে মানসিক ভারসম্য হারান মিলন বেগম। পাশের প্রতিবেশী কষ্ট আর সহ্য করতে না পেরে একদিন সুযোগ বুঝে কোমরের শিকলের বন্ধন থেকে মুক্ত করেন মিলন বেগমকে। এরপর থেকে তিনি একাকী রাস্তায় রাস্তায় ঘুরতেন আর প্রলাপ বকতেন। মানসিক ভারসাম্যহীন, অভুক্ত এবং ধূলিমাখা অবস্থায় তাকে নিয়ে আসা হয় "আপন ভুবনে"। মিলন বেগমের থাকা-খাওয়া এবং চিকিৎসার দায়িত্ব নেয় " আপন ভুবন "। ভালোবাসা আর নিবিড় পরিচর্যায় ধীরে ধীরে স্বাভাবিক হওয়া শুরু করেন মিলন বেগম। সমাজের নিপীড়িত, অবহেলিত মায়েদের সম্পূর্ণ ভরণপোষণ, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয় দিচ্ছে " আপন ভুবন "। "অসহায় আশ্রয়হীন মায়েদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। রাব্বুল আলামিন আমাদের কবুল করুক।

সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের ঠিকানা পৌঁছে দিন অসহায় অবহেলিত মায়েদের, যেন এই মায়েরা অন্তর জীবনের শেষ প্রান্তে এসে একটি নিরাপদ এবং সুন্দর জীবন কাটাতে পারেন। আপন ভুবনের ঠিকানা : বাসা নং :৩৬, রোড নং :২০, সেক্টর :১৩, উত্তরা, ঢাকা।